ভোট ভালো হচ্ছে, এখনো অভিযোগ নেই : হাবিব
ভোট ভালো হচ্ছে, এখনো অভিযোগ নেই : হাবিব

সংগৃহীত ছবি

ভোট ভালো হচ্ছে, এখনো অভিযোগ নেই : হাবিব

অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই সিটিতে এখন পর্যন্ত ভোট ভালো ভাবে হচ্ছে। কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। বুধবার সকাল পৌনে ১১টার দিকে তিনি বলেন, আমরা সিসি টিভির সবকিছু মনিটরিং করছি।

ভোট ভালো হচ্ছে। এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ নেই।  

এছাড়া আগারগাঁওয়ের নির্বাচন ভবনের চতুর্থ ফ্লোরের যেখান থেকে সিসি টিভি’র কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে পরিদর্শন করেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার।

কুমিল্লা সিটিতে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে ভোগগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।  বুধবার (১৫ জুন) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। একই কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এছাড়া নবাব হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।  

কুসিক ভোটের শুরুর দিকে বৃষ্টি শুরু হলেও অনেক ভোটারকে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বর্তমানে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।  

জানা যায়,কুসিক নির্বাচনে তিন হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন যথাক্রমে ১৫ ও ১৬ জন করে পুলিশ। এছাড়া আনসারসহ গ্রাম পুলিশের সদস্যরাও থাকবেন।

আর পুলিশের মোবাইল ফোর্স থাকবে ২৭টি, প্রতি ওয়ার্ডে একটি। স্ট্রাইকিং ফোর্স নয়টি। রিজার্ভ ফোর্স দুটি। আর বিজিবি মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন, র‌্যাবের ২৭টি টিম, এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাচনী ম্যাজিস্ট্রেট ও নয়জন বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন। এদিকে এরই মধ্যে কুমিল্লা সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোস্ট বসানো হয়েছে।  ভোটগ্রহণ কাজে নিয়োজিত রয়েছে দুই হাজার ৫৬০ জন কর্মকর্তা। তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার ৬৪০ জন, পোলিং অফিসার ১২৮০ জন এবং সহকারী পোলিং অফিসার ৬৪০ জন।

এই সিটির ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। এছাড়া সিটির প্রতিটি ভোটকেন্দ্রে ও কক্ষে সিসি ক্যামারে রয়েছে। কুসিকে ৮৫০টি সিসি ক্যামেরা দিয়ে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। দুইজন হিজড়া ভোটার রয়েছেন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।  

কুসিক নির্বাচনে মেয়র পদে পাঁচজন (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু ও মোহাম্মদ নিজাম উদ্দিন) মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে ৫ ও ১০ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুইজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।

news24bd.tv/আলী 

এই রকম আরও টপিক