রাজসিক সংবর্ধনায় সিক্ত বেলজিয়াম

রাজসিক সংবর্ধনায় সিক্ত বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে হট ফেভারিট ছিল বেলজিয়াম। বিশ্বকাপ জিততে না পারলেও আসরে তৃতীয় স্থান নিশ্চিত করে দেশে ফিরেছে তারা। রাজধানী ব্রাসেলসে পা রািখার পর নগরীর কেন্দ্রস্থল গ্রান্ড মার্কেটে রাজকীয় সংবর্ধনায় সিক্ত হয়েছেন হ্যাজার্ড-লুকাকু-কোর্তোয়ারা। স্থানীয় সময় রোববার বিকেলে দেশে ফিরে আসে বেলজিয়ামের সোনালি প্রজন্মের খেতাব পাওয়া দলটি।

সংবর্ধনা অনুষ্ঠানে দলের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমরা শিরোপা নিয়েই ফিরতে চেয়েছিলাম। যখন ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলাম, তখন সম্পূর্ণ মনোযোগ ছিল ফাইনালের দিকে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই খেলোয়াড়রাই বেলজিয়ামকে ইতিহাস ফিরিয়ে দিয়েছে।

এটি অবশ্যই বিবেচনার বিষয়। এরা অবশ্যই প্রশংসার দাবিদার। দেশবাসীর কাছ থেকে সেটি তারা পেয়েছে। ’

এদিকে, দেশে ফেরার পর ব্রাসেলসে রাজ পরিবারও সংবর্ধনা দিয়েছে রাশিয়া ফেরত বেলজিয়াম দলকে। এ সময় ব্রাসেলসের রয়্যাল ক্যাসলের সামনে হাজার হাজার সমর্থক উপস্থিত হয়ে তাদের অভ্যর্থনা জানায়।  

কোচ মার্টিনেজ ও অধিনায়ক এডেন হ্যাজর্ডাকে সর্বপ্রথম অভ্যর্থনা জানান রাজা ফিলিপ ও রাণী ম্যাথিলদে। এরপর রাজ পরিবারের সঙ্গে একে একে করমর্দন করতে আসেন রোমলেু লুকাকু, মারুয়ান ফেলাইনি, কেভিন ডি ব্রুইনাসহ দলের বাকি সদস্যরা।

সূত্র: দ্য সান, স্পোরজা

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর