নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, হাসপাতালের ওয়াশিং রুমের বৈদ্যুতিক সুইচ বোর্ডের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে শর্টসার্কিট হয়ে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
news24bd.tv তৌহিদ