কুমিল্লার দেবীদ্বারে ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা দেখে ভয়ে এক নারী অজ্ঞান হয়ে যায় বলে জানা গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়।
অপ্রীতিকর ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন জানান, নোয়াগাঁও কেন্দ্রের বাহিরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটগ্রহণ চলছে।
news24bd.tv তৌহিদ