‘হতাশা বিষন্নতার জন্ম দেয়, ক্রোধ প্রতিশোধ পরায়ণতার সৃষ্টি করে’

‘হতাশা বিষন্নতার জন্ম দেয়, ক্রোধ প্রতিশোধ পরায়ণতার সৃষ্টি করে’

অনলাইন ডেস্ক

ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমকে (৮০) গত ১৫ মে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। পিরোজপুর শহরের নিজ বাসায় এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ঘাতকরা তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে লাশ ফেলে রাখে। এদিকে ঘটনার ঠিক এক মাস অতিবাহিত হলেও এর কূল-কিনারা পায়নি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন সিনিয়র এ সাংবাদিক। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘মনে রাখতে হবে; হতাশা যেমন বিষন্নতার জন্ম দেয়, তেমনি প্রচণ্ড ক্রোধ ও প্রতিশোধ পরায়ণতারও সৃষ্টি করে। ’

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘১৫ মে- ঠিক ঠিক এক মাস আগে দুষ্কৃতকারীরা আমার মা-কে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনা পিরোজপুর শহরের কেন্দ্রস্থলে আমাদের নিজ বাড়িতে।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ঊর্ধ্বতন কর্তারা এখনো বলেই চলছেন, তদন্ত চলছে। কিন্তু কোনো ফলাফল না পেয়ে আমরা হতাশ। মনে রাখতে হবে, হতাশা যেমন বিষন্নতার জন্ম দেয়, তেমনি প্রচণ্ড ক্রোধ ও প্রতিশোধ পরায়ণতারও সৃষ্টি করে। ’

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক