‌‘কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ’

‌‘কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ’

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৬০ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল। সার্বিকভাবে নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ হয়েছে। কোনো প্রকার সংঘাত ছাড়াই সুষ্ঠু ভোট হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার বিকেলে নির্বাচন ভবনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, সাধারণভাবে ভোট ভালো হয়েছে। বয়োবৃদ্ধদের জন্য কিছুটা সমস্যা ছিল। তবে ইভিএমে নির্বাচন ভালো হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, প্রথমবারের মতো সিসি ক্যামেরা দিয়ে ভোটিং ব্যবস্থা মনিটরিং করা হয়েছে।

ভোটে সচ্ছ তার বিষয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তবে, বৃষ্টির কারণে কোথাও কোথাও কিছুটা ব্যাঘাত ঘটেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোট বর্তমান নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা নয়, কমিশন তার দায়িত্ব পালন করেছে বলে জানান তিনি।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক