মহানবী হযরত মুহাম্মদ (স.) নিয়ে কটূক্তির অভিযোগে সাইফুর রেজা নামে এক আইনজীবীর সদস্যপদ পদ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে ওই আইনজীবীর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ষাটোর্ধ্ব ওই আইনজীবীর মন্তব্য নজরে আসার পর বিক্ষুব্ধ আইনজীবীরা তাৎক্ষণিক বিক্ষোভ প্রতিবাদ করে।
উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে সাইফুর রেজার সদস্য পদ স্থগিত করে।
news24bd.tv তৌহিদ