কুসিক নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা

কুসিক নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা

অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে ভোটের ফলে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) ও স্বতন্ত্রী প্রার্থী মো. মনিরুল হকের (সাক্কু) মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রের মধ্যে যখন ৯০টির কাছাকাছি ফল ঘোষণা হয়েছে, এমন সময়ে মনিরুল হকের সমর্থকেরা ভোটের ফল ঘোষণার স্থান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসতে শুরু করেন। তাঁরা মনিরুল হকের নামে স্লোগান দেন।

এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন, মেয়র পদে আর অল্প কিছু কেন্দ্রের ফল ঘোষণা বাকি আছে।

সে সব কেন্দ্র থেকে ফল আসতে দেরি হচ্ছে। এখন তাঁরা কাউন্সিলর প্রার্থীদের ভোটের ফল ঘোষণা করতে চান।

তখন বিক্ষুব্ধ হয়ে ওঠেন মনিরুল হকের সমর্থকেরা। তাঁরা ফল ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকেন।

কিছুক্ষণ পর একদল নেতাকর্মী নিয়ে মনিরুল হক সেখানে আসেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাক্কাধাক্কি করে মনিরুল হকের সমর্থকদের পাশে সরিয়ে দেন।

রাত সাড়ে ৮টার দিকে মনিরুল হক কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ফল ঘোষণা মঞ্চের সামনে বসে পড়েন। এর আধা ঘণ্টাখানেক পর আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে প্রবেশ করেন। তাঁরা ফল ঘোষণা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এই রকম আরও টপিক