বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে মেয়ে আটক

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে মেয়ে আটক

অনলাইন ডেস্ক

বাবার জন্য জাল ভোট দিতে গিয়ে কলেজপড়ুয়া এক ছাত্রী আটক হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

প্রিসাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম জানান, চাঁদপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে দুপুর ১টার দিকে বুথে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, ১নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান মারা যাওয়ার পর পদটি শূন্য ঘোষণা করা হয়। ওই পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্ডে ২ হাজার ৩১৬ জন ভোটার রয়েছেন।

এর মধ্যে নারী ভোটার ১ হাজার ১৪৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ১ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্র এখন ভোট গণনা চলছে।

news24bd.tv তৌহিদ