ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী হাবিবুল বাসার। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী অটোরিকশা প্রতীক নিয়ে ওয়ালিদ হাসান মামুন জয়ী হয়েছেন। মামুন পেয়েছেন ৩৭১১ ভোট এবং নৌকা প্রতিকের প্রার্থী বাসার পেয়েছেন ২৭৯৬ ভোট।
কামালদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নিজ বাড়ির দু’টি কেন্দ্রে নৌকার প্রার্থী হেরেছেন।
স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শেষ হবার পর এলাকায় দুটি গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয়।
news24bd.tv/কামরুল