মহেশখালীর দুই ইউপিতে নৌকার ও  স্বতন্ত্র জয়ী

প্রতীকী ছবি

মহেশখালীর দুই ইউপিতে নৌকার ও  স্বতন্ত্র জয়ী

অনলাইন ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ও বড় মহেশখালী ইউপি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে কালামারছড়ায় তারেক (নৌকা) বড় মহেশখালীতে বাবুল (স্বতন্ত্র) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ২টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।

কালামারছড়া ইউনিয়নে তারেক বিন ওসমান শরীফ নৌকা প্রতীক নিয়ে ১৯,৩৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান বাবু টেলিফোন প্রতীক নিয়ে ৫,৭৫৪ পেয়েছেন।

সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে তালগাছ প্রতীক নিয়ে ইসমত আরা নির্বাচিত হয়েছেন। ৪,৫,৬ নং ওয়ার্ডে বই প্রতীক নিয়ে কলি নির্বাচিত হয়েছেন। ৭,৮,৯ নং ওয়ার্ডে মাইক প্রতীক নিয়ে আমিনা বেগম নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে ওসমান, ২ নং ওয়ার্ডে  টিউবওয়েল প্রতীক নিয়ে আবুল কাশেম, ৩নং ওয়ার্ডে ভেনগাড়ি প্রতীক নিয়ে সেলিম, ৪নং ওয়ার্ডে ভেনগাড়ি প্রতীক নিয়ে কাদের, ৫ নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে আব্দু সালাম, ৬নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে মোহাম্মদ আলী, ৭নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে মোজাম্মেল হক, ৮নং ওয়ার্ডে টর্চ লাইট প্রতীক নিয়ে রাসেদ কামাল, ৯নং ওয়ার্ডে টর্চ লাইট প্রতীক নিয়ে আবু আহমদ নির্বাচিত হয়েছেন।

কালারমারছাড়া ইউনিয়নের ভোট কেন্দ্রের সংখ্যা ১৭টি, ভোট কক্ষের সংখ্যা ১০১টি, নারী-পুরুষ মোট ভোটার সংখ্যা ৩৬  হাজার ১শ ১২জন। কাস্টিং ভোট-৭৭.২৫% বড় মহেশখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল চশমা প্রতীক নিয়ে ৮৪৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আল নিশান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭,৮৮২ ভোট পেয়েছেন।

সাধারণ সদস্য মহিলা পদে ১,২,৩নং ওয়ার্ডে বক প্রতীক নিয়ে ছেনুয়ারা বেগম ৪,৫,৬নং ওয়ার্ডে কলম প্রতীক নিয়ে মোতাহারা বেলা ৭,৮,৯নং ওয়ার্ডে তালগাছ প্রতীক নিয়ে হাছিনা নির্বাচিত হয়েছেন।

১ নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে নুরুল ইসলাম, ২ নং ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে সোহাগ, ৩ নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে বাদশা, ৪ নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে আলী আকবর, ৫ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে দলিলুর রহমান, ৬ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে জয়নাল আবেদীন, ৭ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে শফি, ৮ নং ওয়ার্ডে বৈদ্যুতিকপাকা নিয়ে আলী আকবর, ৯ নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে মিন্টু মেম্বার নির্বাচিত হয়েছেন। বড় মহেশখালী ইউপিতে ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫টি, ভোট কক্ষের সংখ্যা ৯১টি, মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৩০জন। কাস্টিং ভোট-৭১.২৪%।  

উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। কোথাও কোনো বড় ধরনের সহিংসতা হয়নি।

news24bd.tv/কামরুল