গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুকে রক্ষা করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাদের ছেলে রিফাত মিয়া (১২)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত।
বিষয়টি নিশ্চিত করে কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান, ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
news24bd.tv/কামরুল