ভূমধ্যসাগরে নাটকীয়ভাবে উদ্ধার হলো ১৭ অভিবাসনপ্রত্যাশী। স্প্যানিশ স্বেচ্ছাসেবীদের সহায়তায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
লিবিয়া উপকূল থেকে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল একটি ছোট রাবারের নৌকা।
দ্রুত ব্যবস্থা নেয় কাছাকাছি থাকা স্প্যানিশ এনজিও ‘হিউম্যানিটেরিয়ান ম্যারিটাইম রেসকিউ’ এর জাহাজ। অভিবাসনপ্রত্যাশীদের দিকে লাইফ জ্যাকেট ছুড়ে মারেন তারা। তাদের দড়ি দিয়ে তুলে আনা হয় জাহাজে। উদ্ধারকৃতদের ৭ জনই কিশোর। কয়েকজনের শারীরিক অবস্থা বেশ খারাপ।
news24bd.tv/কামরুল