যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা

ডোনাল্ড ট্রাম্প ও খামেনেয়ি।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তেহরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জতিক বিচার আদালতে মামলা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ মামলা দায়ের করেন।

সোমবার সরকারি টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা নিশ্চিত করেন তিনি।

তিনি বলেছেন, বেআইনিভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি করতে মামলা দায়ের করেছে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বেশ কয়েকবার বলেন, ইরানের বিরুদ্ধে এ যাবতকালের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আরও পড়ুন: আর্জেন্টিনার খামারে জন্ম নিল ‘শয়তান’!

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে সমঝোতা সই হয় তাতে আমেরিকাও সই করেছিল। শধু তাই নয়, পরে সে সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনুমোদন করেছে।

কিন্তু সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাম্প ওই চুক্তি বেরিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন: ‘শয়তানের ৩ হাতের ২ হাত ইরান-তুরস্ক