রাজধানীর বিজয় সরণীতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮ টা ৩২ মিনিটের দিকে প্রাইভেটকারটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা আজ রাত ৮ টা ৩২ মিনিটে আমরা খবর পাই রাজধানীর বিজয় সরণী মোড়ে একটি প্রাইভেটকারে আগুনে লেগেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারিনি। এছাড়া আগুনে হতাহতের খবরও আমাদের কাছে আসেনি।
news24bd.tv/আলী