‘অক্টোপাসের হাত’ ভেঙে দেওয়া হয়েছে’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।  

‘অক্টোপাসের হাত’ ভেঙে দেওয়া হয়েছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা ফতেউল্লাহ গুলেনকে ‍‘অক্টোপাস’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি বলেছেন, তুরস্ক ওই ‘অক্টোপাসের’ হাত ভেঙে দিয়েছে।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিশাল সমাবেশে দেওয়া বক্তৃতায় এরদোগান এসব কথা বলেন। ইস্তাম্বুল ব্রিজের এ সমাবেশে লাখে মানুষ যোগ দেয়।

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের একদল সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালায়। ওই সময় এরদোগান অবকাশযাপনে থাকলেও জনগণ সে অভ্যুত্থান ব্যর্থ করে দেয়। ওই ঘটনায় ২৯০ ব্যক্তি নিহত হয়েছিল। আহত হন বহু মানুষ।

এ ঘটনার জন্য আমেরিকায় নির্বাসনে থাকা গুলেনকে দায়ী করেন এরদোগান। এছাড়া, গুলেনকে ফেরত দেওয়ার জন্য এরদোগান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। কিন্তু গুলেন সবসময় অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। যুক্তরাষ্ট্রও গুলেনকে ফেরত দেয়নি।

সম্পর্কিত খবর