নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি 

নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি 

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢলে বাড়ছে নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদীর পানি। দুদিন ধরে টানা বৃষ্টির কারণে শুক্রবার বিকেল থেকে পানি বিপদসীমার অন্তত ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের ভেতর পানি প্রবেশ করেছে। অতি বৃষ্টিতে উপজেলার নীচু সড়কসহ এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে।

পানির নিচে রাস্তাঘাট ও বাজারসহ বেশ কিছু বাড়িঘর। দুর্গাপুরের শিবগঞ্জ ডাকুমারা কুল্লাগড়া কামারখালী সহ নদী তীরবর্তী এলাকায় শতাধিক মানুষ পানিবন্দী। এছাড়াও দুর্গাপুর মেছুয়া বাজার সহ বেশ কয়েকটি বাজারে প্রায় হাঁটু সমান পানি হয়ে পড়েছে। ফলে আতঙ্কে এখন দুর্গাপুর পৌরসভা, উপজেলার কয়েক হাজার বাসিন্দা।

এদিকে কলমাকান্দা উপিজেলার উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির নিচে শহরের প্রধান সড়কগুলো সহ গ্রামীণ জনপদের হাটবাজার, হাসপাতাল চত্বর, উপজেলা পরিষদ চত্বর। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি অবনতির আশঙ্কায় স্থানীয়রা।

news24bd.tv/তৌহিদ