ইউরোপকে ইরানের আল্টিমেটাম

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

ইউরোপকে ইরানের আল্টিমেটাম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পরমাণু সমঝোতা প্রসঙ্গে ইউরোপকে আল্টিমেটাম দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতা ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউরোপের সামনে এখন আর খুব বেশি সময় নেই।

রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাহরাম কাসেমি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।

ট্রাম্পের জন্য ইরানের কোনো বার্তাও নেই।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা ও বিশেষ দূত আলী আকবর বেলায়েতির সাম্প্রতিক রাশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সর্বোচ্চ নেতার উপদেষ্টার দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকের খুটিনাটি বিষয় এখনও প্রকাশ করা হয়নি।  

কোনো কোনো মিডিয়ায় ওই বৈঠকের বিষয়ে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির আসন্ন ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নিয়মিত সফর। এ সফরে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা ও তেল রপ্তানি ইস্যুতে আলোচনা হতে পারে।