ইউক্রেনের হারপুন ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হলো রাশিয়ার নৌবাহিনীর একটি টাগবোট (সাহায্যকারী জলযান)। এই প্রথম এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইউক্রেন।
এই টাগবোটের সাহায্যে ওদেসা অঞ্চলের দক্ষিণে রুশ নিয়ন্ত্রিত জেমিনি দ্বীপে সেনা, অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়।
ওদেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, ধ্বংসপ্রাপ্ত টাগবোটটির নাম 'ভ্যাসিলি বেখ'।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ অধিদপ্তর বলেছে, কৃষ্ণ সাগরে পূর্ণ মাত্রায় যুদ্ধে দুইবার জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে প্রথম ব্যবহার করা হয়েছে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র, আর আজ ব্যবহার করা হলো বিদেশি হারপুন ক্ষেপণাস্ত্র। আজকের হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
news24bd.tv/তৌহিদ