আগামী দুই-তিন দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে

সংগৃহীত ছবি

আগামী দুই-তিন দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে

তাসলিমুল তওহিদ

বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। আগামী দুই-তিন দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ শনিবার সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, সুনামগঞ্জের ৯০ শতাংশেরও বেশী এলাকা প্লাবিত হয়েছে। আর সিলেটের প্রায় ৭০ শতাংশ এলাকা ডুবে আছে পানিতে।

তবে রবিবার থেকে উজানে ভারী বর্ষণ কমে আসলে কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করছেন।

তিনি বলেন, নতুন করে উত্তারাঞ্চলের গাইবান্ধা, বগুড়া, সিরাজগম্গ, জামালপুরের কয়েকটি এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। তবে এসব এলাকায় সিলেটের মতো ভয়াবহ পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন,  বিগত কয়েক দশকের মধ্যে এমন বন্যা পরিস্থিতির অবনতি হয়নি।

সিলেট বিভাগের ৯টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী দুই তিনদিনের মধ্যে কোন সুখবর নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

news24bd.tv/রিমু