ত্বকের সৌন্দর্যে চা পাতা

প্রতীকী ছবি

ত্বকের সৌন্দর্যে চা পাতা

অনলাইন ডেস্ক

চা খেতে অনেকেই পছন্দ করেন। চা ছাড়া অনেকের আবার সকালটাই শুরু হয় না। চা কেবল আপনার শরীর ও মনকেই সতেজ করে না, পাশাপাশি আপনার ত্বককেও নানা রকম সমস্যা থেকে সুরক্ষা দিবে। চলুন জানে নেই যেভাবে নিয়মিত চা পাতা ব্যবহারে ব্রণ, বলিরেখা ও দাগ দূর করে ত্বকে আনবে লাবণ্যতা।

ব্রণ দূর করতে

চায়ের ঠাণ্ডা লিকারের সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে বোতলে সংরক্ষণ করে রাখুন। প্রতিদিন তুলা ভিজিয়ে ব্রণের উপর চেপে ১০ মিনিট রেখে দিলে ভালো ফল আসবে। এছাড়াও এই প্যাকটি ত্বকের তেল দূর করবে।

চা পাতার ফেসপ্যাক

ব্যবহৃত গ্রিনটির ২টি টিব্যাগের চা–পাতার সঙ্গে ২ চা চামচ মধু, আধা চা চামচ দই ও লেবুর রস মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে হবে।

এই প্যাকটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। নিয়মিত এই প্যাকটি মুখে লাগালে ত্বকের দাগ দূর হবে।

চা পাতার টোনার

গ্রিন টি গরম পানিতে ভিজিয়ে রেখে পরে ঠান্ডা হলে লিকার দিয়ে মুখ ধুতে হবে। এটি খুব ভালো টোনার হিসেবে কাজ করে।

এছাড়া রোদে অনেক সময়ই ত্বকে কালো ছোপ পড়ে থাকে। এ ক্ষেত্রে ১ চা-চামচ গ্রিন টি পাতা, ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ চিমটি হলুদগুঁড়া এবং গোলাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। মুখে ও হাতে-পায়ে ১৫ মিনিট লাগিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন কালচে দাগ দূর হবে ও ত্বক উজ্জ্বল হবে।

news24bd.tv/রিমু