রাজশাহীতে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আহত ১০

প্রতীকী ছবি

রাজশাহীতে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আহত ১০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহীর আড়ানীতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন আড়ানীর দিকে আসছিল। এদিকে চিলাহাটী থেকে রাজশাহীতে যাচ্ছিল তিতুমীর এক্সপ্রেস।

এ সময় স্টেশন মাস্টার লাল পতাকা দিয়ে সংকেত দেওয়ায় তিতুমীর এক্সপ্রেসের চালক ট্রেন থামিয়ে দেয়। এতে ট্রেনর চারটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিক হুড়াহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ১০ জন যাত্রী আহত হন।

তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত আগে থেকে না পাওয়ায় এমনটি হয়েছে।

 তবে অল্পের জন্য উভয়েই রক্ষা পেয়েছি।