'বন্যার পানি অপসারণে বাধা হলে রাস্তা কেটে দেওয়ার নির্দেশ'

সংগৃহীত ছবি

'বন্যার পানি অপসারণে বাধা হলে রাস্তা কেটে দেওয়ার নির্দেশ'

নাইম আল জিকো

বন্যার পানি অপসারণে বাধা হলে রাস্তা কেটে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, বন্যায় প্রায় সব রাস্তা ডুবে গেছে। পাবলিক হেলথ কন্ট্রোল রুম খুলেছে।

সব জায়গায় বিশুদ্ধ পানি সরবরাহের চেষ্টা অব্যাহত আছে। স্থানীয় মন্ত্রণালয়ও একটি কন্ট্রোল রুম খুলে জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, আগাম প্রস্তুতি ছিল বলেই তাৎক্ষণিক পানি বিশুদ্ধের উপকরণ দিতে পেরেছি। তবে ধারণার চেয়ে অনেক বেশি পানি হয়েছে।

হাসপাতালে পানি ঢুকে পড়ায় বৈদুতিক বিপর্যয় দেখা দেয় এতে করে রোগীদের ভোগান্তি কমাতে জেনারেটর সেবা চালু করা হযেছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশ দেয়া হযেছে বলেও জানান মন্ত্রী।

news24bd.tv/রিমু