আবারও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ, নেই পাঁচ উইকেট

সংগৃহীত ছবি

আবারও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ, নেই পাঁচ উইকেট

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিন শেষ বেলায় দুই উইকেট হারানোর পর তৃতীয় দিন সকালে তিন উইকেট হারিয়েছে দল। ইনিংস হারের সামনে পড়ে গেছে।  

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে।

স্বাগতিকদের চেয়ে ৬২ রানে পিছিয়ে আছে। ক্রিজে থাকা ওপেনার মাহমুদুল জয় ১৩০ বল খেলে ৩৬ রান করেছেন। তার সঙ্গী সাকিব আল হাসান।  

এর আগে ওপেনার তামিম ইকবাল ৩১ বলে ২২ রান করে আউট হন।

নাইট ওয়াচম্যান হিসেবে এসে মিরাজ ২ রান করে ফিরে যান। প্রথম ইনিংসে ডাক মারা নাজমুল শান্ত করেন ১৭ রান। ডাক মারা মুমিনুল দ্বিতীয় ইনিংসে করেন ৪ রান। এরপর লিটন আত্মহুতি দেন ১৫ বলে ১৭ রান করে।  

অ্যান্টিগা টেস্টে টস হেরে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৩ রানে অলআউট হয়। সাকিব ফিফটি করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২৬৫ রান। তারা ১৬২ রানের লিড নেয়। দলটির হয়ে সর্বোচ্চ ৯৪ রান করে ব্রাথওয়েট। ব্ল্যাকউড ফিফটি করে।

প্রথম ইনিংসে মিরাজ নেন চার উইকেট। এবাদত ও খালেদ দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ জোসেপ ও সিলস তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে মায়ার্স ও জোসেপ দুটি করে এবং রোচ নিয়েছেন একটি উইকেট।  

news24bd.tv/কামরুল