সিলেটে বন্যার মধ্যে ডাকাত আতঙ্ক, গভীর রাতে মসজিদে মাইকিং

সংগৃহীত ছবি

সিলেটে বন্যার মধ্যে ডাকাত আতঙ্ক, গভীর রাতে মসজিদে মাইকিং

অনলাইন ডেস্ক

বন্যায় বিপর্যস্ত সিলেটের বাসিন্দারা। তার ওপর নেই বিদ্যুৎ। মোমবাতির সংকটে অনেক বাসায় আলোও জ্বলেনি। এ অবস্থায় নগরের মসজিদে মসজিদে মাইকিং-এলাকায় ডাকাত পড়েছে।

আপনারা সাবধান থাকুন। এক-দুইটি মসজিদে নয় নগরের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসতে থাকল একই ঘোষণা। তবে পুলিশ প্রশাসন বলেছে এটি গুজব।

শনিবার দিবাগত রাত ১টার কিছু পর থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট ও আখালিয়া মসজিদ থেকে মাইকে ডাকাত পড়ার ঘোষণার খবর পাওয়া যায়।

এরপর নগরের বাগবাড়ি, টিলাগড়, খাসদবীর, সুবিদবাজারসহ বিভিন্ন জায়গায় মসজিদের মাইকে ঘোষণা আসতে থাকে। এতে করে মধ্য রাতে নগর জুড়ে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়।

অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করেন। অনেকে কোন এলাকায় মাইকিং হচ্ছে সেটা জানাতে থাকেন। ডাকাতির এমন খবরে পুলিশ মাঠে নামে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারা ডাকাতির কোনো ঘটনার সত্যতা পায়নি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, 'যে কয়টি এলাকায় ডাকাতির খবর এসেছে আমরা সেসব জায়গায় গিয়েছি। ডাকাতির কোনো ঘটনার সত্যতা পাইনি। গুজব ছড়ানো হয়েছিল। '

তিনি বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে আমরা খবর পাই। প্রথমে কানিশাইল বলা হলে সেখানে যাই। এরপর যথাক্রমে শামীমাবাদ, সুরমা আবাসিক এলাকা, তপোবন আবাসিক এলাকা, আল-মদিনা, এরপর বাগবাড়ি। সর্বশেষ ভাতালিয়া। আমরা প্রত্যেকটি জায়গায় গিয়ে দেখেছি। ভূয়া খবর ছড়ানো হয়েছে। '

 news24bd.tv/রিমু