'একটা টেলিফোন কলে ফল পাল্টেছে এমন অভিযোগ গুজব'

ফাইল ছবি

'একটা টেলিফোন কলে ফল পাল্টেছে এমন অভিযোগ গুজব'

আরেফিন শাকিল

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে একটা টেলিফোন কলে ফল পাল্টেছে এমন অভিযোগকে গুজব দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সেদিন এমন কোন ঘটনা ঘটেনি। ভোটের ফলাফল শেষ মুহূর্তে পাল্টানোকে একেবারেই অসম্ভব বলে মন্তব্য করেছেন সিইসি। এছাড়া এমপি বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়ে কোন চিঠি ইস্যু করা হয়নি বলেও জানান তিনি।

আজ সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কুমিল্লা নির্বাচনে বর্তমান কমিশন দায়িত্ব পালনের চেষ্টার করেছে, কোন পরীক্ষা দেয়নি।

এক প্রশ্নের জবাবে কমিশনার মো. আলমগীর বলেন, সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ভোট আলাদা মেশিনে দিতে গিয়ে অনেকেই একটা বা দুইটা ভোট দিতে ভুলে যান, তখনই পুরো ভোটই বাতিল হয়ে যায়। আর এতেই কুসিক নির্বাচনে প্রায় তিন শতাধিক ভোট বাতিল বলে গণ্য হয়েছে।

news24bd.tv/রিমু