মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১৩২

সংগৃহীত ছবি

মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১৩২

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। মালির মধ্য মোপ্তি অঞ্চলের কয়েকটি গ্রামে এ হামলা হয়েছে বলে গতকাল সোমবার নিশ্চিত করেছে দেশটির সরকার।

এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়েছে কাতিবা মাসিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। শনিবার ও রোববার রাতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়।

এতে আরও বলা হয়, আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ওই সংগঠনটির বেশ কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বলেন, হামলার মূল ঘটনা জানতে ঘটনাস্থলে রয়েছেন তদন্তকারীরা।

দেশটির সরকার মালি ও মধ্য সাহেল অঞ্চলে কয়েক মাস ধরে হত্যাকাণ্ড চালানোর পেছনে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।

সেখানে ২০১২ সালের পর থেকেই এ ধরনের সহিংসতা চলছে।

news24bd.tv/রিমু