'ডাকাতদেরও আছে মহাজন'

নাঈম আল জিকো

ডাকাতদেরও আছে মহাজন। দীর্ঘদিন ধরে এমন ডাকাতদের লুণ্ঠিত মালামাল কিনে আসছিল জাকির হোসেন নামে এক ব্যক্তি। একটি ডাকাত চক্রের প্রধান শেখ। গত ৫ এপ্রিল রাজধানীর দক্ষিণখানে এলাকায় ঘটে যাওয়া ঢাকা ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে এমনই তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি জানান, রাজধানীর টঙ্গী এলাকা থেকে ডাকাত চক্রের প্রধান জাকির হোসেন সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়, ০১ টি স্বর্ণের চেইন, নগদ ১৪ হাজার টাকা, ১টি চাপাতি, ২টি লিভার, ২ টি সেলাই রেঞ্জ, ১ টি স্ক্রু ড্রাইভার ও ১ টি চাকু।

পুলিশ বলছে, চক্রটি ডাকাতির সময় কোন মোবাইল ফোন ব্যবহার করত না।

এছাড়াও ডাকাতি কালীন কোন মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস ছিনিয়ে নিতেন না। যার কারণে চক্রটিকে ধরতে সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে কাজ করতে হয়েছে গোয়েন্দাদের।

news24bd.tv/রিমু


 

সম্পর্কিত খবর