ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত : রাশিয়া

সংগৃহীত ছবি

 

 

ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত : রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযানের প্রায় চার মাস পূর্ণ হতে চলেছে। চলমান যুদ্ধে রাশিয়ার সেনারা একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের একটি সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়েছে। এ ঘটনায় ইউক্রেনের কয়েক ডজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত রোববার নেপ্রপেত্রোভস্ক অঞ্চলের শিরোকায়া দাচা গ্রামে ওই হামলা চালানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক ইউনিটের কমান্ডাররা বৈঠকের জন্য সেখানকার একটি কম্পাউন্ডে মিলিত হয়েছিলেন।

ক্ষেপণাস্ত্র হামলায় ১০টি এম৭৭৭ হাউইটজার কামান এবং ২০টি সাঁজোয়া যান ধ্বংস হয় বলেও জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে ইউক্রেনও পাল্টা দাবিতে জানান, তাদের হামলায় রাশিয়ার বেশ কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস হয়েছে।

রাশিয়ার সামরিক অভিযানে এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ।

news24bd.tv/রিমু