যশোরে ইউপি সদস্যকে বোমা মেরে ও গলা কেটে হত্যা
যশোরে ইউপি সদস্যকে বোমা মেরে ও গলা কেটে হত্যা

যশোরে ইউপি সদস্যকে বোমা মেরে ও গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক

যশোরের শাশার পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলুকে বোমা মেরে ও গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।

বাবলু মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে ও বর্তমান পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য।

এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে এখনই বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, বাবলু নিজেও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

তার বিরুদ্ধে থানায় ১২ টি মামলা রয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক