বসুন্ধরা ডার্বি জিতল শেখ রাসেল

বসুন্ধরা ডার্বি জিতল শেখ রাসেল

বসুন্ধরা ডার্বি জিতল শেখ রাসেল

অনলাইন ডেস্ক

বসুন্ধরা কিংস অ্যারিনায় ‘বসুন্ধরা ডার্বি’ জয় করল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল মঙ্গলবার পেশাদার লিগ ফুটবলের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগে অষ্টমে অবস্থান করছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল। শেখ জামাল ৩০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

গতকাল বসুন্ধরা ডার্বিতে শেখ রাসেল ও শেখ জামাল সমানতালেই লড়াই করছিল। প্রথম জোরালো আক্রমণে যায় শেখ রাসেল। সপ্তম মিনিটে শেখ রাসেলের ঘানার ফুটবলার রিচার্ড গাডজে ডি বক্সের ভিতর থেকে জোরালো শট নেন গোলমুখে।

শেখ জামালের গোলরক্ষক সামিউল ইসলাম শটটা ফিরিয়ে দেন।

এরপর বল পেয়ে শট নেন জুয়েল। এবারেও শটটা রুখে দেন সামিউল। এর তিন মিনিট পর ডি বক্সের বাইরে থেকে শেখ জামালের সলোমন কিংসের শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচে প্রথমে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্রই। ২৪তম মিনিটে দলের নাইজেরিয়ান ফুটবলার ইসমাইল আকিনাদের কাটব্যাকে বল পেয়ে গোল করেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। পিছিয়ে পড়ার পর শেখ জামালের আক্রমণের ধার অনেক বেড়ে যায়। ৩৬তম মিনিটে শেখ জামালের অধিনায়ক সলোমন কিংসের জোরালো শট আবারও গোলপোস্টে লেগে ফিরে আসে। এর ছয় মিনিট পর সমতায় ফেরে যোসেফ আফুসির দল। ৪২তম মিনিটে সলোমন কিংয়ের লং পাসে ডি বক্সে বল পান ওতাবেক।

শেখ রাসেলের কিরগিজ ডিফেন্ডার আইজার আকমাতভকে ফাঁকি দিয়ে ডান পায়ের কৌণিক শটে গোল করেন তিনি। প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই ফের এগিয়ে যায় শেখ রাসেল। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে (৪৫+১) শেখ জামালের অর্ধ্বে টিকি-টাকার ফুটবল খেলে গোল করে শেখ রাসেল। দিদিয়ের ডি বক্সের বাম দিকে হেমন্তকে বল বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন। হেমন্ত ডি বক্সের ভিতরে পাস দেন। বল পেয়ে মাটি গড়ানো শটে বল জালে জড়ান দিদিয়ের।

দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমে দুই দলই বেশ কয়েকবার পরস্পরের গোলমুখে আক্রমণ করে। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। ম্যাচের শেষ দিকে শেখ রাসেলের জয়ের ব্যবধান বাড়ান মান্নাফ রাব্বি। ৮৭তম মিনিটে রহমতের লং বল ধরে শেখ জামালের ডি বক্সের দিকে ছুটে যান রাব্বি। শেখ জামালের ডিফেন্ডার রায়হান বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হননি। রাব্বির জোরালো শটে বল রায়হানের পায়ে লেগে জালে জড়ায়। শেখ রাসেল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

দারুণ একটা ম্যাচ খেলল শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচ জয়ের পর শেখ রাসেলের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘আমরা মৌসুমের অন্যতম সেরা ম্যাচ খেলেছি। আমাদের অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে আকিনাদে ও দিদিয়ের দলে যোগ হওয়ার পর। তবে এখনো অনেক উন্নতি করতে হবে। ’