আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৫০

সংগৃহীত ছবি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৫০

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পটি অনুভূত হয়। খবর বিবিসির

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আড়াই শতাধিক এবং আরও দেড় শতাধিক আহত হয়েছে।  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আহতদের সরিয়ে নেওয়ার এবং বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা গেছে।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে এবং ৫১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিপম্পের মাত্রা ছিল ৬.১।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরকারের মুখপাত্র বিলাল করিমি টুইট করে জানান, দুর্ভাগ্যবশত, গতরাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে আমাদের শতাধিক দেশবাসী নিহত ও আহত হয়েছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

তিনি বলেন, আমরা আরও বিপর্যয় এড়াতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় টিম পাঠানোর জন্য সব সাহায্য সংস্থাকে অনুরোধ করছি।

news24bd.tv/রিমু