পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির ৭ নেতাকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধরসহ অনুষ্ঠানে দাওয়াত কার্ড বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে তুলে দেন।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজনদের দাওয়াত দেওয়া হয়েছে।
এই ৭ নেতা হলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম থান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। এই ৭ জনের নামে আমন্ত্রণ কার্ড দেয়া হলেও বিএনপি চেয়ারপার্সনের নামে কোন আমন্ত্রণপত্র দেওয়া হয়নি।
news24bd.tv/রিমু