পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে খুলনায় আনন্দ শোভাযাত্রা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। আজ বুধবার সকালে খুলনা হাদিস পার্ক থেকে মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিববাড়ি মোড়, নিউ মার্কেট, ফুলবাড়ি গেট হয়ে নতুন রাস্তা মোড়, আবু নাসের হাসপাতাল ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।
এর আগে হাদিস পার্কে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দুই ডজন বেলুন ও একশ’ কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
তিনি বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার সাহস ও দৃঢ় নেতৃত্বের স্মরণীয় প্রতীক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অর্থনীতির সিংহদার। উন্নয়ন কমিটির মোটর শোভায়াত্রা ইতিহাসের অংশ হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান।
news24bd.tv/রিমু