ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই নিয়মিত পাওয়া যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় বুধবার সবার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন এই অভিনেত্রী।
শাবনূর লিখেছেন, ‘বন্ধুরা আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।
এরপর বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী নিজেদের মাঝে বিরাজমান অন্তর্দ্বন্দ্ব অবসানের আহ্বান জানিয়ে আরও লিখেছেন, ‘দিনশেষে আমাদের সকলের চলার পথ একটাই।
সবশেষে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শাবনূর। একে ভয়াবহ সংকট উল্লেখ করে এবং পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে চলুন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই। দশে মিলে করি কাজ হারি-জিতি নাহি লাজ। ধন্যবাদ, আশা করি সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন। অন্যকে ভালো রাখলে আল্লাহও আপনাকে ভালো রাখবেন। ’
আনুষ্ঠানিকভাবে সিনেমাকে এখনও বিদায় জানাননি শাবনূর। কিন্তু সিনেমা থেকে অনেক দূরে তিনি। কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস এ নায়িকার। সেখানে তার সময় কাটে পরিবারকে সময় দিয়ে।
news24bd.tv/আলী