সুনামগঞ্জে বিদ্যুতের লাইন মেরামতের সময় কর্মীর মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জে বিদ্যুতের লাইন মেরামতের সময় কর্মীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের পৌর শহরে বিদ্যুতের লাইন মেরামত করার সময় এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন)  বিকালে পৌর শহরের হোসেন বখত চত্ত্বরে এই ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ কর্মীর নাম তফসিরুল আলম জুম্মান। তিনি ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নের রেখাইজুরা গ্রামের আলী হোসেনের ছেলে।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি শহরের ডুকে বন্যার পরিস্থিতি সৃষ্টি হলে সুনামগঞ্জে বিদ্যুৎ বিছিন্ন করে দেওয়া হয়। ঝড়ো বাতাস ও অধিক বৃষ্টিতে শহরের বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। গত কয়েক দিন ধরে বন্যার পানি শহর থেকে কমে যাওয়ায় শহরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। সেই কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎ এর  শক খেয়ে বিদ্যুৎ কর্মী খুটির উপর থেকে নিচে পড়ে যায়।

পরে তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম বিদ্যুৎ কর্মীর মৃত্যুর বিষয়টি  নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন।

news24bd.tv/কামরুল