পলাতক ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার থেকে আটক

পলাতক ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার থেকে আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইয়াবা ব্যবসায়ী ইয়াসিন আরাফাত (২৮) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইয়াসিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মাদক মামলার পলাতক এজাহারভুক্ত আসামি।

মামলাটি তদন্তের সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আরাফাতের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রোববার বিকেলে টেকনাফের হ্নীলা বাজার এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

মো. বশির আরও বলেন, আরাফাত কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা গ্রামের জালাল আহম্মেদের ছেলে। তার গ্রামটি মায়ানমারের নাফ নদীর তীরবর্তী হওয়ায় সে তার সহযোগীদের মাধ্যমে মায়ানমার থেকে খুব সহজেই ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতো। এরপর তা যাত্রীবাহী বাস ও বিমানসহ বিভিন্ন মাধ্যমে ঢাকায় ছড়িয়ে দিতো।

আরাফাত হ্নীলা এলাকা থেকে ঢাকায় লেখাপড়া করতে আসা গরিব ছাত্রদেরকে ইয়াবা বহনকারী হিসেবে ব্যবহার করতো বলে জানান পুলিশ কর্মকর্তা বশির। বিনিময়ে ওই ছাত্রদের মেসভাড়া ও লেখাপড়ার খরচ দিতো আরাফাত।

১৭ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ৪৩ হাজার ইয়াবাসহ মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করে র‌্যাব। এই ঘটনায় মামলা হলে তার তদন্তে আরাফাতের খোঁজ পায় পিবিআই।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর