সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আজ বৃহস্পতিবার (২৩ জুন) ‘‘জাতীয় বাজেট ২০২২-২৩ সামস্টিক অর্থনীতির চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর মহাপরিচালক ড. বিনায়ক সেন।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন রুবা রুম্মানা।

বাছাইকৃত ৫জন শিক্ষার্থী জাতীয় বাজেটের ৫টি বিষয় নিয়ে তাদের পর্যালোচনা তুলে ধরে।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ, ডিন, বাছাইকৃত কলেজ অধ্যক্ষ, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।  

news24bd.tv/কামরুল