মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব 

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব 

অনলাইন ডেস্ক

নারী দলের অর্জনের ভান্ডারে যুক্ত হলো আরেকটি সাফল্য। র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার জালে গোল উৎসব করেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় এসেছে ৬-০ গোলে। আঁখি খাতুন করেছেন দুটি।

আর সাবিনা, স্বপ্না, মনিকা, কৃষ্ণারা করেছেন বাকি গোল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দল ৬১ ধাপ পিছিয়ে মালয়েশিয়ার নারী দল থেকে। এর আগে দুই দলের একমাত্র ম্যাচে জয় পেয়েছিল মালয়েশিয়া। ফিফা র‍্যাঙ্কিং বিবেচনায় ফেভারিট হিসেবে মাঠে নামে সফরকারী দল।

তবে শুরু থেকে বাংলাদেশের সাবিনা-আঁখিদের কাছে কোণঠাসা হয়ে পড়ে তারা।

বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধের চার গোলের দুটি আসে আঁখি খাতুনের পা থেকে।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিক দল। সে সুযোগ হাতছাড়া করলেও ম্যাচের নবম মিনিটে মারিয়া মান্ডার কর্নার থেকে আঁখি ডান পায়ের টোকায় সহজ গোল পান।

ম্যাচের ২৬তম মিনিটে ডান দিক থেকে সিরাত জাহান স্বপ্নার ক্রসে বল পাওয়ার পর অধিনায়ক সাবিনা খাতুন গোলকিপারকে কাটিয়ে লক্ষ্যভেদ করলে ২-০ লিড নেয় বাংলাদেশ।

৩০তম মিনিটে সাবিনার অ্যাসিস্টে আঁখি খাতুন আলতো ছোঁয়ায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ গোলটি করেন সিরাত জাহান স্বপ্না। সাবিনার বাড়িয়ে দেওয়া বল জালে জড়ান স্বপ্না।

৪-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ কমায়নি বাংলাদেশ। এ অর্ধে আরও দুটি গোল আদায় করে নেয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

৬৬তম মিনিটে মনিকা চাকমার গোলে বাংলাদেশে স্কোরলাইনকে ৫-০ বানিয়ে দেয়। এর ৮ মিনিট পর ঋতুপর্ণার পাস থেকে শেষ গোলটি করেন কৃষ্ণা রানী সরকার। ৬-০ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৬ জুন।

news24bd.tv/আলী