৯ বছর পালিয়ে থাকার পর অবশেষে পুরানা পল্টন থেকে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

মানবপাচার মামলায় ১০ বছরের সাজার ভয়ে 

৯ বছর পালিয়ে থাকার পর অবশেষে পুরানা পল্টন থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মানবপাচার মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ৯ বছর পর গ্রেপ্তার করেছে রাজশাহীর তানোর থানা পুলিশ। তানোর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি আজাদ আলীকে (৩৮) ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করে।  

বৃহস্পতিবার রাজশাহীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে। গ্রেপ্তার আজাদ আলী তানোর উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাক্কার আলীর পুত্র।

 

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, ৯ বছর আগে একটি মানবপাচার মামলায় রাজশাহীর একটি আদালত আজাদ আলীকে ১০ বছরের দণ্ড দেন। সেই থেকে পলাতক ছিলেন আজাদ আলী। ঢাকা থেকে রাজশাহীতে এনে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

news24bd.tv/কামরুল

সম্পর্কিত খবর