মেরুদন্ডের আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে 

সংগৃহীত ছবি

মেরুদন্ডের আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের উদ্যোগে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো মেরুদন্ডের জটিল রোগের অপারেশন সংক্রান্ত এক কর্মশালা। দুই দিন ব্যাপী এই কর্মশালায়  ভারতের ১ জন প্রখ্যাত স্পাইন সার্জন সহ বাংলাদেশের আরো ৮ জন স্পাইন সার্জন প্রশিক্ষক হিসেবে অংশ নেয়। কর্মশালায় ২৮ জন চিকিৎসককে হাতে কলমে সার্জারিসহ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।

 

পুরো কর্মশালাটির নেতৃত্ব দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক প্রধান, বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. শাহ্ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুর্সারাত হক।  অনুষ্ঠানে অর্থোপেডিক ও বাংলাদেশ স্পাইন সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারী হাসপাতালের সাথে তাল মিলিয়ে বেসরকারী পর্যায়ে মেরুদন্ডের আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দেশেই হচ্ছে।

এজন্য রোগীদের বিদেশে প্রচুর অর্থব্যায় করে চিকিৎসা করার প্রয়োজন নেই।