ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান কাজেমি

সংগৃহীত ছবি

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান কাজেমি

অনলাইন ডেস্ক

বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান। বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র রামেজান শরিফ এক বিবৃতিতে জানান, হুসেইন তইয়েবের স্থলে নতুন গোয়েন্দা প্রধান করা হয়েছে মোহাম্মদ কাজেমিকে। পূর্বে তিনি আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন। খবর আল জাজিরা।

তবে পূর্ববর্তী প্রধানকে কেন সরানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, তইবকে আইআরজিসির কমন্ডার ইন চিফ হুসেইন সালামির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০০০ সালে ইরান আইআরজিসি প্রতিষ্ঠা করে। এলিট সামরিক ও গোয়েন্দা বাহিনীর পাশাপাশি দেশটির বাণিজ্যিক খাতও নিয়ন্ত্রণ করে এই বাহিনী।

news24bd.tv/আলী