চিলমারীতে খালে মরদেহ

চিলমারীতে খালে মরদেহ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারীতে ব্রীজের নিচে খালের পানি থেকে সোলজার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ের কাচকোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়াড়পাড় এলাকার মৃত শহর আলীর ছেলে সোলজার হোসেন বুধবার ফকিরের হাট বাজারের কথা বলে বাড়ি থেকে বেড় হন।

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর মাইকিং করা হলেও তার খোঁজ মেলেনি। শুক্রবার সকালে স্থানীয়রা কয়াড়ারপাড় ব্রীজের নীচ থেকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনার পর পরিবারের লোকজন ও এলাকাবাসী সোলজার হোসেনের লাশ শনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, পরিবারের লোকজন জানিয়েছে তিনি মৃগী রোগী ছিলেন। এর আগেও কয়েকবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল এবং কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক