এক মাছের দাম ৫৬ হাজার টাকা

সংগৃহীত ছবি

এক মাছের দাম ৫৬ হাজার টাকা

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ৪৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রি ৫৬ হাজার ৪০০ টাকায় হয়েছে। বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্ট এলাকায় স্থানীয় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

শুক্রবার সকালে ঐ উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের মৎস্য ব্যবসায়ী পচা হালদার ও তাপস হালদার এ মাছটি বিক্রির জন্য ঝিটকা বাজারে নিয়ে আসেন।

ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানান, অনেকদিন পরে বাজারে এতো বড় বাঘাইড় মাছ উঠেছে।

তবে একক ক্রেতা না থাকায় ৪৭ কেজি ওজনের মাছটি ১২০০ টাকা কেজি দরে কেটে স্থানীয় ক্রেতাদের নিকট বিক্রি করা হয়।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, প্রায় সময়ই শুনি পদ্মা নদীতে জেলেদের জালে বোয়াল, চিতল, কাতল, আইড়, বাঘাইড়সহ অনেক বড় আকারের মাছ ধরা পড়ে। আজ ঝিটকা বাজারে ৪৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে।  

তিনি আরো বলেন, জেলেরা অনেক কষ্ট করে নদীতে জাল ফেলে মাছ আহরণ করে থাকে।

মাছের দরদাম ভালো পেলে তারাও পরিবার নিয়ে ভালো থাকতে পারবে।
news24bd.tv/আলী