বাংলাদেশের মানুষের জন্য আজ স্মরণীয় দিন। স্বপ্ন এখন বাস্তব। উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। বিশেষ এই মুহূর্তের সাক্ষী হয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ।
পদ্মা সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে ফেসবুকে একটি লাইভ করছিলেন লেখক আনিসুল হক। সেই লাইভেই নিজের মনের ভাব প্রকাশ করেন রিয়াজ।
এই অভিনেতা বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন।
রিয়াজ ছাড়াও শোবিজ জগত থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুলসহ অনেকে।
news24bd.tv/আলী