যশোর জেলা মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

যশোর জেলা মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

যশোর জেলা মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি

২০১৭-১৮ অর্থবছরে বাণিজ্যিক ভিত্তিতে যশোরে মাছ উৎপাদন হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪২০ টন। যা জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৭৫ হাজার ৮৭৬ মেট্রিক টন। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমান এ তথ্য দেন।

তিনি বলেন, দেশের মধ্যে রেণু মাছ ও বড় মাছ উৎপাদনে যশোর জেলা শীর্ষে রয়েছে।

এসব মাছ চাষের ফলে এলাকার কয়েক লাখ বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। এ জেলায় উৎপাদিত মাছ নিজেদের চাহিদা পূরণ করে প্রতি বছর প্রায় ৩২ লাখ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। যশোরের মাছ চাষ সফলতার ধারাবাহিকতায় এবছর দুইজন সফল মৎস্য উদ্যেক্তাকে স্বর্ণপদক দেওয়া হবে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক আক্তার উদ্দিন, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ খান।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর