মির্জা ফখরুল আবারো করোনায় আক্রান্ত

সংগৃহীত ছবি

মির্জা ফখরুল আবারো করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

গত জানুয়ারি মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা আক্রান্ত হয়ে উত্তরার বাসায় বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে মির্জা ফখরুল আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (২৫ জুন) শনিবার সন্ধ্যা ৬ টায় তার রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করোনাভাইরাসের পরীক্ষা করালে আজ রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

ইতিপূর্বে তিনি কোভিড টিকার বুস্টার ডোজ নিয়েছেন। বর্তমানে ডা. রায়হান রাব্বানীর পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।  

জানা গেছে, আগামীকাল ২৬ জুন সকাল ১১ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত যুবদল কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মহাসচিবের শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। করোনা সংক্রমণ ঘটায় তা স্থগিত করা হয়েছে।

দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

news24bd.tv/desk

এই রকম আরও টপিক