কমেছে যমুনার পানি, বন্যা পরিস্থিতির আরও উন্নতি

কমেছে যমুনার পানি

কমেছে যমুনার পানি, বন্যা পরিস্থিতির আরও উন্নতি

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার কমে আজ রোববার সকালে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।

এ ব্যাপারে শফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। ফলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

পানি কমা অব্যাহত থাকবে।

এদিকে যমুনা নদীর সঙ্গে জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, ইছামতি, করতোয়া, বড়াল ও চলনবিলেও পানি কমছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কিছু বসতবাড়ি এখনো পানিতে নিমজ্জিত থাকলেও অধিকাংশ এলাকার বতসবাড়ি থেকে পানি নেমে গেছে। ফলে বাড়ি ফিরছে সেখানকার বসতিরা।

চলতি বন্যায় প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমির আমন বীজতলাসহ উঠতি ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরই মধ্যে ৯ হাজার ১০৬ হেক্টর জমির রোপা আমন, তিল, মরিচ, বাদাম, রোপা আমন, শাক-সবজি, বীজতলাসহ উঠতি ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কৃষকরা।  

news24bd.tv/রিমু