নেত্রকোনায় বানভাসি মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ

বানভাসি মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ

নেত্রকোনায় বানভাসি মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা

বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশের বন্যা কবলিত জেলাগুলোতে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার অংশ হিসেবে নেত্রকোনার দুর্গম হাওরাঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের টিস্যু পেপার সেক্টর। এতে কিছুটা হলেও খাদ্য অভাব দূর হচ্ছে বানভাসি মানুষের।

ক্ষতিগ্রস্ত এলাকায়গুলোতে চাল, ডাল, তেল, লবণ, দুধ ও ঔষধ ভর্তি প্যাকেট বিতরণ করা হচ্ছে।

গতকাল শনিবার ও আজ রবিবার এই দুইদিন ব্যাপী বসুন্ধরা গ্রুপ টিস্যু সেক্টরের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ইয়াশা সোবহানের পক্ষ থেকে হাওরের দুর্গম এলাকায় সহস্রাধিক পানিবন্দি মানুষের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এমন দুর্যোগ মুহুর্তে এ সকল খাদ্য সামগ্রী হাতে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছেন বানভাসি মানুষ। যদিও বন্যার পানিতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তা-ঘাট।

কোনরকম খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন নেত্রকোনার ১০ উপজেলার ৭৭টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ।