বাসের ধাক্কায় ভাঙল পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ার

বাসের ধাক্কায় ভাঙল পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ার

অনলাইন ডেস্ক

জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। যান চলাচল শুরু হয়েছে স্বপ্নের সেতুতে। তবে যান চলাচলের প্রথম দিনেই ভাঙল পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার। মূলত বিআরটিসি বাসের ধাক্কায় ব্যারিয়ার দুটি ভেঙে গেছে।

পদ্মা সেতুর মাওয়া টোল পয়েন্টে রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ব্যাপারে পদ্মা সেতুর টোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

রোববার সকাল পৌনে ছয়টার দিকে পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো চালু হয়। সেতুর মাওয়া পয়েন্টে বসানো সাতটি টোল বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করতে দেখা যায়।

এর মধ্যে মালামাল-বোঝাই ট্রাকের জন্য দুটি লেন, মোটরসাইকেলের জন্য একটি এবং ব্যক্তিগত গাড়ির জন্য একটি লেন রাখা হয়েছে।

সেতু উদ্বোধনের প্রথম  ৮ ঘণ্টায় মাওয়া টোল প্লাজায় প্রথম ৪৭ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। আর জাজিরা প্রান্তে মোট ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা টোল আদায় করা হয়।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর